করোনাভাইরাসের মহামারীতে বিশ্বজুড়ে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে। তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফানতিনো জানিয়েছেন, গ্যালারিতে দর্শক নিয়েই আয়োজন হবে ২০২২ বিশ্বকাপ।
করোনা টিকার সুষম বণ্টন সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এই কথা বলেন ফিফা প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আয়োজনে এই সভায় যোগ দেন ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি স্ট্রাইকার মাইকেল ওয়েনও।
জিয়ান্নি ইনফানতিনো বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা পৃথীবিকে আবার এক সুঁতোয় গাঁথতে পারবো। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারবো। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।’
বিশ্বের নানা প্রান্তে জুন-জুলাইয়ে বসে বিশ্বকাপের আসর। ২০২২ সালের ফুটবলের সর্বোচ্চ আয়োজনের সময় পরিবর্তন করেছে ফিফা। ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে এই আয়োজন।