spot_img

দেশে এখন কোনো কিছুর অভাব নেই: পরিকল্পনামন্ত্রী

অবশ্যই পরুন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে এখন কোনো কিছুর অভাব নেই। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। আর বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্য এসব উন্নয়ন সম্ভব হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামেয়া হাজী আক্রম আলী দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল কলেজের পাশাপাশি আলিয়া মাদরাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় একাডেমিক ভবন নির্মাণে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগাদা দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, হাজী আক্রম আলী দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, আমড়িয়া দাখিল মাদরাসার সুপার আবু নছর মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।

পরে মন্ত্রী পাগলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আমড়িয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন।

সর্বশেষ সংবাদ

একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ