ঘরের মাঠে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কয়েকদিন আগেই সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে দলটি। আগামী ৪ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপরই সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে বাবর আজমের দল। এজন্য রোববার লাহোরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেটে বোর্ড (পিসিবি)। সেখানে রয়েছে তারুণ্যের আধিপত্য।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন, জাফর গোহর, আমাদ বাট, জাহিদ মোহাম্মদ ও ডেনিশ আজিজ। এদিকে ভুলে যাওয়া দুই ক্রিকেটার আমির ইয়ামিন ও আসিফ আলীও ঘরোয়া ক্রিকেট মাতিয়ে ফিরেছেন জাতীয় দলে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিম। এদিকে অফ ফর্মের কারণে নেই ফখর জামান, মোহাম্মদ মুসা খান ও আব্দুল্লাহ শফিক।
চোটের কারণে মূলত টি-টোয়েন্টি দলে নেই শাদাব খান। এদিকে টি-টেন লিগে ব্যস্ত থাকায় মোহাম্মদ হাফিজ নেই। আর পারিবারিক কারণে আগেই টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইমাদ ওয়াসিম।
আগামী ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি লাহোরে হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই।
২০ সদস্যের পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আমির ইয়ামিন, আমাদ বাট, আসিফ আলি, ডেনিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, হুসেন তালাত, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ , শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, জাফর গোহর ও জাহিদ মেহমুদ।