spot_img

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অবশ্যই পরুন

সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন ও মো. সজীব।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো পাঁচজন আহত হয়েছে।

নিহত জাহাঙ্গীর কমলনগর উপজেলার চরলরেঞ্চ গ্রামের মৃত আবদুস সহিদের ছেলে ও সজীব সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের রিকশাচালক খোরশেদ আলমের ছেলে এবং মোহাম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। আহত সাগর একই বাড়ির গোলাম মাওলার ছেলে ও সে যাদৈয়া মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, রোববার (৩১ জানুয়ারি) সকালে রায়পুর-চাঁদপুর সড়কের চরপাতা মোস্তফার দোকানের সামনে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বড় ভাই ও মামা রফিক উল্লাহ জানান, আগামী বুধবার জাহাঙ্গীর দুবাই যাওয়ার জন্য মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে চাঁদপুর হয়ে সিএনজি যোগে বাড়িতে ফিরছিলে। সিএনজিটি রায়পুর চরপাতা গ্রামের মোস্তফার দোকানের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জাহাঙ্গীর।

অন্যদিকে, লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের যাদৈয়া মাদ্রসার সামনে পিকআপের ধাক্কায় মো. সজীব নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে সাগর নামে আরেক মাদ্রাসা শিক্ষার্থী।

নিহত এবং আহতের পরিবারের সদস্যরা জানায়, সাগর এবং সজিব একটি সাইকেল যোগে সকালে যাদৈয়া মাদ্রসায় নতুন বছরের বই আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর এবং সজিব সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এ সময় ভোজ্য তেল বোঝাই পিকআপটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে সজীবের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মো. আনোয়ার হোসেন বলেন, সজীব ঘটনাস্থলে নিহত হয়। আর সাগরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ