spot_img

পোলার্ডের মৃত্যুর গুজব

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কাইরন পোলার্ডকে নিয়ে ইন্টারনেটে ভুয়া খবর ছড়িয়েছে। কয়েক জন ইউটিউবার শুক্রবার দাবি করতে থাকেন, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার!

মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আসল ব্যাপার হল, যে সময়ে গুজবটি রটানো হয়েছে ওই সময়ে পোলার্ড শেখ জায়েদ স্টেডিয়ামে আবু ধাবি টি-১০ লিগে খেলছিলেন। এই মৌসুমে তিনি ডেকান গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিচ্ছেন।

পোলার্ডের এই সময় বাংলাদেশে থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। পরে বোঝা যায় টি-১০ খেলতেই ঢাকায় আসেননি এই তারকা।

পোলার্ডের মৃত্যুর গুজব সংক্রান্ত মোট চারটি ভিডিও দেখা গেছে ইউটিউবে। ফেইসবুকেও কয়েকটি ভিডিও পাওয়া গেছে। টুইটারেও ছড়িয়েছে এগুলো।

অদ্ভুত এই গুজব দেখে হতাশা প্রকাশ করেন অনেক নেটিজেন। ব্যাকিং দ্য ট্রুথ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এভাবে মন্তব্য করা হয়, ‘এমন গুজব দেখে হতাশ হলাম। তিনি জীবিত আছেন, লিগ খেলছেন। মৃত্যুর খবর দেখে আমার তো হার্টঅ্যাটাক হওয়ার জোগাড়।’

সুরেশ ভিজে নামের আরেক জন লিখেছেন, ‘ভুয়া নিউজ। পোলার্ড সুস্থ আছেন, ভালো আছেন।’

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ