spot_img

কাবার উপর পূর্ণ চাঁদের বিরল দৃশ্য

অবশ্যই পরুন

অবশেষে দেখা গেলো সেই বিরল দৃশ্য। চাঁদ উঠেছিল ঠিক কাবা শরিফের ওপর! হ্যা, পূর্ণ চাঁদ সরাসরি মুসলমানদের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে অবস্থিত কাবার উপরে উঠে এসেছিল।

স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে এই বিরল ঘটনা কাবার আশেপাশের লোকজন প্রত্যক্ষ করেছেন বলে আরব নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। সর্বশেষ ২০২০ সালের মার্চে এমন দৃশ্য দেখা গিয়েছিল। তার আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর এবং ওই বছরই ২৪ ডিসেম্বরে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল।

Moon aligns directly above Kaaba in Makkah’s Grand Mosque

উল্লখ্য, সারা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হলো কাবা শরিফ। এই ঘরের দিকেই নামাজ আদায় করে মুসলিমরা। সৌদি গেজেটসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির ভবিষ্যৎবাণী অনুযায়ী আগেই কাবা শরিফের উপরে চাঁদ দেখা যাবে বলে খবর দিয়েছিলো।

জেদ্দা জ্যোতির্বিজ্ঞান সমিতির সভাপতি মাজেদ আবু জহিরা গণমাধ্যমকে বলেন, এই ঘটনাটি বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলমানদের কেবলার দিকনির্দেশনা শনাক্তে সহায়তা করে।।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ