spot_img

কানাডায় নিখোঁজ বাংলাদেশি ছাত্রের লাশ উদ্ধার

অবশ্যই পরুন

সামিউজ্জামান (২৪) নামে নিখোঁজ এক বাংলাদেশি শিক্ষার্থীর লাশ কানাডার একটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের রেড রিভার নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ১৮ দিন ধরে নিখোঁজ ছিলেন।

প্রবাসীদের সূত্রে জানা গেছে, সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার বিজ্ঞানের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন।

জানা গেছে, রেড রিভার নদীর কাছেই বাংলাদেশি বন্ধুদের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সামি। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।

উইনিপেগ সিটি পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানান।

এর সাতদিন পর রেড রিভার থেকে তার মরদেহ উদ্ধার করল পুলিশ। মরদেহটি পুলিশের হেফাজতে আছে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ