spot_img

সোহানের নেতৃত্বে প্রস্তুতি ম্যাচে নামছে বিসিবি একাদশ

অবশ্যই পরুন

দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের বেশ কিছু খেলোয়াড় বিসিবি একাদশে আছেন। টেস্ট সিরিজের প্রস্তুতি সারতে বাংলাদেশ টেস্ট দলে থাকা বেশ কিছু খেলোয়াড়ও এই ম্যাচে খেলবেন।

সদ্যই বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাই টেস্ট সিরিজে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিসিবি একাদশ :

নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলি, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রসিাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, শাহাদাত হোসেন দিপু, নাইম শেখ, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল :

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমার বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জসুয়া ডা সিলভা, শ্যানন গাব্রিয়েল, কাভেম হজ, আলজেরি জোসেফ, কাইল মায়ারস, শায়ান মোসেলে, ভিরাসামি পলমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়ারিকেন।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ