spot_img

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক

অবশ্যই পরুন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নাকানি চুবানি খেয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। তাদের পারফর্মেন্স এতটাই খারাপ ছিল যে, চারদিকে শুরু হয়ে গেছে সমালোচনা। এমতাবস্থায় প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন অশান্থা ডি মেল। যদিও তার দাবি, আরও আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন।

২০১৮ সালের নভেম্বর থেকে প্রধান নির্বাচকের পাশাপাশি শ্রীলঙ্কার টিম ম্যানেজারের দায়িত্বও পালন করে আসছিলেন ডি মেল। ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘দুই দায়িত্ব থেকেই পদত্যাগ করার পরিকল্পনা করছিলাম। তাই আমি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর এটাই সময়। দুই বছর ধরে দায়িত্ব পালন করছি।’

ডি মেলের দায়িত্বের প্রথম ছয় মাসে ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। তবে এরপর তাদের পারফর্মেন্স পড়তির দিকে চলে যায়। গত দুই বছরে ওয়ানডে, টি-টোয়েন্টি সংস্করণে লঙ্কানদের পারফর্মেন্স আশাপ্রদ নয়। নতুন ম্যানেজার হিসেবে এরই মধ্যে জেরোমি জয়ারত্নেকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তিনি ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত লঙ্কানদের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ