spot_img

ভোক্তাদের সহনীয় পর্যায়ে চালের দাম রয়েছে : খাদ্যমন্ত্রী

অবশ্যই পরুন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভোক্তাদের ন্যায্যমূল্যে চাল পাওয়ার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। কৃষকরা যদি না বাঁচে তাহলে এদেশের অর্থনীতিতে অনেক ঘাটতি হবে। কৃষকরা যেমন ন্যায্যমূল্য পেয়েছেন এবং ভোক্তাদের সহনীয় পর্যায়ে চালের দাম রয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম সহনশীল রাখার জন্য ঢাকা মহানগরে ১২৪টি কেন্দ্রে এবং সারাদেশে মোট ৭০৩টি কেন্দ্রে খাদ্য শস্য বিক্রি করা হচ্ছে। এই অর্থ বছরে ২৭ লাখ ৭৭ হাজার মেট্রিক টন খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যে উন্নয়নই প্রধানমন্ত্রী এগিয়ে যান, সেই উন্নয়নেই সব সময় বাধাগ্রস্ত করার জন্য একটি দল সব সময় টিভির পর্দায় নানা রকম কথা বলতে থাকে। পদ্মা সেতু নিয়ে এক নেত্রী বলেছিলেন এই পদ্মা সেতু বাংলাদেশে কোন দিনই হবে না, আওয়ামী লীগ করতে পারবে না। আওয়ামী লীগ যদি করে সেটার ওপর দিয়ে হাঁটতে পারবে না। এটার ওপর দিয়ে হাঁটা যাবে না। অথচ সেই পদ্মা সেতু আজকে হয়েছে। তাদের অর্জন কি? তাদের অর্জন হাওয়া ভবন, তাদের অর্জন কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া। তাদের অর্জন এই দেশে অত্যাচার নির্যাতন করা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করা। ভ্যাকসিন আসার আগেও তারা নানান কথা বলেছে। বর্তমানে ভ্যাকসিনও আসছে, দেয়াও হচ্ছে।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ