spot_img

শীত বিদায়ের আগে আসছে আরেক দফা শৈত্যপ্রবাহ

অবশ্যই পরুন

শীত বিদায়ের আগে দেশে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদফতর বলেছে, দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাঘের মাঝামাঝিতে এমনিতেই সারাদেশে শীত বেশি অনুভূত হচ্ছে।

আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, মাঘ মাসের মাঝামাঝি চলছে। ইতোমধ্যে শীতের অনুভূতিও বেড়েছে। বিদায়ের আগে আরেকদফা শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে।

সর্বশেষ সংবাদ

কপ-২৯: ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো

আজারবাইজানের রাজধানী বাকুতে এবারের কপ-২৯ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে থাকা উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ