spot_img

বিশ্বেজুড়ে করোনায় একদিনে আরও ১৬ হাজারের বেশি মৃত্যু

অবশ্যই পরুন

করোনায় গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখ মানুষের শরীরে।

দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। রোগী শনাক্ত হয়েছে সোয়া একলাখ। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৪০ হাজারের কাছাকাছি।

দ্বিতীয় সর্বোচ্চ প্রায় দুই হাজার করে মানুষ মারা গেছে যুক্তরাজ্য এবং মেক্সিকোতে। ব্রিটেনে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ। বুধবার ব্রাজিলেও প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। রাশিয়া, স্পেন, ইতালি, জার্মানি, দক্ষিণ আফ্রিকাতেও পাঁচশো থেকে হাজারের কাছাকাছি মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২১ লাখ ৮১ হাজার। মোট রোগী শনাক্ত ১০ কোটি ১৪ লাখের মতো।

সর্বশেষ সংবাদ

সংলাপ বন্ধ করে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে বললেন জোসেপ বোরেল

গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ স্থগিত রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ