spot_img

আলিয়া ভাটের ‘ট্রিপল আর’ মুক্তি পাচ্ছে কবে ?

অবশ্যই পরুন

বলিউড তারকা আলিয়া ভাট অভিনীত আসন্ন সিনেমা ‘ট্রিপল আর’। আলিয়া ছাড়াও এতে দেখা যাবে অজয় দেবগন, জুনিয়র এনটিআর ও রাম চরণকে।

‘গাল্লি বয়’ তারকা আলিয়া ইনস্টাগ্রামে ‘ট্রিপল আর’ এর একটি পোস্টার শেয়ার করেছেন। পাশাপাশি তিনি সিনেমা মুক্তির দিনক্ষণও জানিয়েছেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেন, সবাই ‘ট্রিপল আর’ এর জন্য তৈরি হয়ে যান। এটি চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তি পাবে।

‘ট্রিপল আর’ সিনেমার টুইটার হ্যান্ডলে একই পোস্টার শেয়ার করা হয় এবং সিনেমা মুক্তির দিনক্ষণ জানিয়ে দেয়া হয়।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তামিল, তেলেগু, হিন্দি, কন্নড়, মালায়লাম এবং কয়েকটি বিদেশি ভাষায় ‘ট্রিপল আর’ মুক্তি দেয়া হবে।

সর্বশেষ সংবাদ

‘বলিউডে একতা, সম্মান নেই! তাই পিছিয়ে’: অজয়-অক্ষয়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি কেন বলিউডের থেকে এগিয়ে? কোন অঙ্কে বারবার পিছিয়ে যাচ্ছে হিন্দি সিনে দুনিয়া? সেই প্রশ্নের উত্তরে হিন্দুস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ