দেশ চালানোর পদ্ধতিতে সংস্কার না করলে যুক্তরাজ্য একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।
সোমবার (২৫ জানুয়ারি) বিবিসি রেডিও ফোরের একটি অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এসময় বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারকে জনবিচ্ছিন্ন বলে আখ্যা দেন তিনি। সরকার চালানোর পদ্ধতিতে মৌলিক কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন গর্ডন ব্রাউন।
তিনি আরো বলেন, যুক্তরাজ্যের কিছু অঞ্চলে বরিস জনসনের সরকারে ভরসা নেই। মূলত স্কটল্যান্ডের নাগরিকদের মধ্যে দীর্ঘদিন ধরে গভীর অসন্তোষ রয়েছে। এ কারণেই যুক্তরাজ্য ভেঙে যেতে পারে বলে।