ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের কেনা ৫০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিনের চালান বাংলাদেশে এসে পৌঁছেছে।
সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভ্যাকসিনের চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
গত বছরের ৩ নভেম্বরের এক চুক্তির মাধ্যমে সেরাম ইনস্টিটিউট থেকে এই ভ্যাকসিন বাংলাদেশে এনেছে দেশীয় শীর্ষ ঔষধ প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিউট্যিকালস।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ভারত থেকে আজকে আসা ৫০ লাখ টিকা গাজীপুরে অবস্থিত টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গুদামে (ওয়্যারহাউজ) দুইদিন সংরক্ষণ করে রাখা হবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে।