কলকাতার এই প্রজন্মের অভিনেত্রী কৌশানি মুখার্জি। আকর্ষণীয় রূপ আর গ্ল্যামার দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। তবে এবার কৌশানি এলেন নতুন ভুবনে। নাম লেখালেন রাজনীতিতে। যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে।
রোববার আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জির দলে যোগ দেন কৌশানি। এ বিষয়ে তিনি বলেন, এখন যা টালমাটাল অবস্থা। এটাই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় বলে মনে হল। ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত আমি। আমার গোটা পরিবার একটা দলকেই অনুসরণ করে, সেটা হল তৃণমূল। তাই তৃণমূলের কাণ্ডারী হওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার।
কৌশানির আগেও বহু তারকা তৃণমূলে যোগ দিয়েছেন এবং সফল হয়েছেন। সেই তালিকায় আছেন দেবশ্রী রায়, শতাব্দী রায়, দেব, মিমি, নুসরাতের মতো তারকারা।
তবে অন্যদের চেয়ে অনেকটা আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন কৌশানি। এর কারণ মমতার প্রতি তার অসামান্য ভালোবাসা। কৌশানি বলেন, আমার প্রথম ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারব না আমি। কী ভাবে লসাধারণ মানুষের জন্য উনি কাজ করেন, তা কাছ থেকে দেখেছি আমি। দিদি সারাক্ষণ আমাদের পাশে ছিলেন এবং থাকবেন। জানি আমার বয়স অল্প। কিন্তু যে পেশায় রয়েছি, সেখানে অনেকে আমাকে দেখে অনুপ্রাণিত হন। তাই আমি চাই আমাকে দেখে আরও মানুষ এগিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে উঠুন। অভিনেত্রী হিসেবে সাধ্যমতো মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। দলের সঙ্গে যুক্ত হয়ে আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে চাই।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমা দিয়ে টালিউডে আত্মপ্রকাশ করেন কৌশানি। এরপর তিনি ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘জামাই বদল’ ও ‘জানবাজ’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন।