spot_img

‘সব মানুষকে বীমার আওতায় আনা দরকার’

অবশ্যই পরুন

সব শ্রেণি-পেশার মানুষকে বীমার আওতায় নিয়ে আসা দরকার বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড.মো.মোশাররফ হোসাইন এফসিএ।

রোববার (২৪ জানুয়ারি) দৈনিক বাণিজ্য প্রতিদিন আয়োজিত “চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচিউনিটিস অব ইন্স্যুরেন্স সেক্টর ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।

প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মো. সাইদুর রহমান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাজিম উদ্দিন ও বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির সিনিয়র সদস্য এস এম ইব্রাহিম হোসাইন।

এছাড়া কী-নোট স্পিকার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আল মাহমুদ এবং প্রগতি লাইফ ইন্সুইরেন্সের এমডি মোঃ জালালুল আজিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার। মডারেট করেন প্রতিষ্ঠানটির চীফ রিপোর্টার গিয়াস উদ্দিন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ