মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৬ জানুয়ারি অধিবেশন চলাকালীন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের উগ্রবাদী সমর্থকেরা। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন মারা যাওয়া ছাড়াও তাদের ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ক্যাপিটল পুলিশ লেবার কমিটির চেয়ারম্যান গাস পাপাথানসিয়ো জানান, ওইদিন যেসব পুলিশ কর্মকর্তা ক্যাপিটলে দায়িত্ব পালন করেন তাদের সবাইকে কোভিড টেস্ট করানো হচ্ছে। -সিএনএন
স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, বিপুলসংখ্যক মানুষ মাস্ক ছাড়া কংগ্রেস ভবনে ঢুকে পড়ে, যাদের অনেকে চিৎকার করছিল, ধাক্কাধাক্কি করছিল, যার ফলে করোনাভাইরাস সহজে ছড়িয়ে পড়ে। এ ছাড়া অনেক পুলিশ কর্মকর্তাদের ওপর তারা চড়াও হন। এ ছাড়া হামলার পর কোভিড টেস্টে ৪ জন কংগ্রেস সদস্যেরও পজিটিভ এসেছে।