spot_img

সরিয়ে নেয়া হলো ট্রাম্পের কোকের বোতাম

অবশ্যই পরুন

চার বছর দায়িত্ব পালনের পর হোয়াইট হাউজ থেকে বিদায় নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে দায়িত্ব পালনকালে কাজের ফাঁকে তৃষ্ণা মেটাতে ডায়েট কোকা কোলা পান করতেন তিনি। কোক সরবরাহের জন্য প্রেসিডেন্টের অফিস ডেস্কে এক লাল বোতামের ব্যবস্থা রেখেছিলেন ট্রাম্প। বোতাম টিপলেই হাজির করা হতো চাহিদামতো কোক।

বুধবার বাইডেনের শপথ নেয়ার পরই ওভাল অফিস থেকে ট্রাম্পের এই ডায়েট কোকা কোলা সরবরাহের লাল বোতাম সরিয়ে নেয়া হয়েছে।

ব্রিটেনভিত্তিক টাইমস রেডিও’র সাংবাদিক টম নিউটন ডন এক টুইট বার্তায় লিখেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ডায়েট কোকের বোতাম সরিয়ে নিয়েছেন। ২০১৯ সালে যখন টিম শিপম্যান ও আমি ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতকার নিয়েছিলাম, আমরা ছোট এই লাল বোতামে মুগ্ধ হয়েছিলাম। যখন ট্রাম্প এতে চাপ দেন, এক বাটলার রূপার ট্রেতে ডায়েট কোক এনে হাজির করেছিল। এটি (বোতাম) এখন নেই।’

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ২০১৭ সালে এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্টের ডেস্কের লাল বোতাম মিসাইল আক্রমণের জন্য নয় বরং তাকে পানীয় সরবরাহের জন্য সংযুক্ত করা হয়েছে।

প্রতিদিন অফিসে দায়িত্ব পালনকালে ডোনাল্ড ট্রাম্প এক ডজন ক্যান ডায়েট কোক পান করতেন। প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব পালনকালে কী পান করবেন, তা সম্পর্কে জানা যায়নি; যদিও তিনি কফি পানে অভ্যস্ত। পূর্বসূরীর মতো ৪৬তম মার্কিন প্রেসিডেন্টও মদ পান করেন না।

সূত্র : ডেইলি নিউজ

সর্বশেষ সংবাদ

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন: ড. ইউনূস

বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই, যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক— এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ