spot_img

পাবনায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪

অবশ্যই পরুন

ট্রেনের ধাক্কায় নসিমনটি ছিটকে রাস্তার পাশের চায়ের দোকানে বসে থাকা ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

পাবনার সুজানগর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার তাঁতিবন্দ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দবির খাঁ। আহতরা হলেন–আলম হোসেন (৫০), আসিফ ইকবাল (২২), আমিনুল ইসলাম (৪৫) ও  শাহজাহান আলী (৭০)। তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 এ বিষয়ে স্থানীয় স্কুল শিক্ষক মনির জানান, সকালে ঢালার চর থেকে রওনা হওয়া পাবনা-রাজশাহীগামী ট্রেনটি তাঁতীবন্দ রেল স্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের উপর দিয়ে পার হতে থাকা ইট বোঝাই একটি নসিমনকে ধাক্কা দেয়। এ সময় নসিমনটি ছিটকে রাস্তার পাশের চায়ের দোকানে বসে থাকা ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আরও কয়েকজন আহত হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ”নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ