spot_img

পশ্চিম এশীয় অঞ্চলে মার্কিন বি-৫২ বিমানের উড্ডয়নের কোনো ‘অপারেশনাল’ মূল্য নেই : ইরান

অবশ্যই পরুন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলে মার্কিন বি-৫২ বোমারু বিমানের উড্ডয়নের কোনো কার্যকর মূল্য নেই। এধরণের দুটি বিমানের উড্ডয়ন ও ফিরে যাওয়ার সামান্যই মূল্য আছে বলেও ইরানি জেনারেল মন্তব্য করেন। জেনারেল আরও বাঘেরি বলেন, গত কয়েক মাসে মার্কিন বিমানবাহী রণতরী ও হেলিকপ্টার রণতরী, সাবমেরিন উপসাগরীয় এলাকায় আসার পর ফিরে যেতে বাধ্য হয়েছে। -মেহর

তিনি বলেন, তারা এধরনের শক্তি প্রদর্শন করছে ইরানের প্রতিরক্ষা শক্তি দেখে ভীত হবার কারণে। তিনি বলেন গত ২০দিনে ইরান ২০টিরও বেশি সামরিক মহড়া পরিচালনা করেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছে। জেনারেল বাঘেরি বলেন ইরানের শত্রুরা হুমকি দেওয়ার নীতি থেকে কখনো সরে দাঁড়াবে না। তাই তাদের অবরোধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে কার্যকর জবাব দিতে হবে। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ের চাপ দিয়ে আসছে এবং তা মোকাবেলায় ইরানি জাতি সর্বোত্তম প্রতিরোধ গড়ে তুলেছে।

তিনি বলেন, ইরানিদের ঐক্য শত্রুরা সহ্য করতে পারছে না। যুক্তরাষ্ট্র এখন ব্যারাকে পরিণত হয়েছে। অর্ধেক মার্কিন নাগরিক নির্বাচনকে প্রহসন মনে করছে। মার্কিন সংসদে বিক্ষোভকারীরা হামলা চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ