spot_img

দেশের দুই চ্যানেলে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

অবশ্যই পরুন

দীর্ঘ ১০ মাস পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এবার সফরকারীদের বিপক্ষে টাইগাররা খেলবে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ ৫ ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে বেন টেক। তাদের থেকে স্বত্ব কিনে আবার খেলা দেখাবে দেশের  দুটি চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ব্যাপারটি নিশ্চিত করে বিসিবি।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার নিয়ে। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বেনটেকের পরিচালক আমজাদ হোসেন আরজু, টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান, নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।

সাধারণত দীর্ঘ মেয়াদে সম্প্রচার স্বত্ব বিক্রি করে বিসিবি। করোনাভাইরাসের প্রভাবে এবার শুধুমাত্র একটি সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রি করেছে বোর্ড।

আগামী বুধবার মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ওয়ানডে লড়াই। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে ২২ জানুয়ারি এবং সিরিজের শেষ ওয়ানডে খেলবে ২৫ জানুয়ারি। এরপর প্রথম টেস্ট মাঠে গড়াবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট ১১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

সর্বশেষ সংবাদ

ভরিতে ৩,৪৫৩ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ