spot_img

মালালার শিক্ষাবৃত্তি আইনের বিলে স্বাক্ষর দিলেন ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালালা ইউসুফজাই শিক্ষাবৃত্তি আইন নামে একটি বিলে স্বাক্ষর করেছেন। নতুন এই আইন অনুসারে পাকিস্তানের নারীরা উচ্চশিক্ষায় মেধাবৃত্তিতে কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষাবৃত্তি পাবেন। মার্কিন কংগ্রেস গত বছরের মার্চে মালালা ইউসুফজাই শিক্ষাবৃত্তি আইন পাস করেছিল।

২০২০ সালের মার্চ মাসে দেশটির হাউস অব রিপ্রেজেনটেটিভ এই বিলটি গ্রহণ করে। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ১ জানুয়ারি বিলটি কণ্ঠ ভোটের মাধ্যমে পাস করা হয়। পরে বিলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসকে নির্দেশ দেয়।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলে, মালালা ইউসুফজাই স্কলারশিপ অ্যাক্টে স্থানীয় সময় গত বুধবার ট্রাম্প সই করেন। এই অ্যাক্টে ট্রাম্পের সইয়ের পর ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) অর্থায়নে পাকিস্তানের নারীরা মেধা ও প্রয়োজন অনুসারে কমপক্ষে ৫০ শতাংশ বৃত্তি পাবেন। পাকিস্তানভিত্তিক উচ্চশিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় পাকিস্তানের নারীদের ২০২২ সাল পর্যন্ত ৫০টি শিক্ষাবৃত্তি দেয়া হবে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ