spot_img

ব্রাজিলের অ্যামাজোনাসে ১০ দিনের কারফিউ ঘোষণা

অবশ্যই পরুন

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজোনাসে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমণ। ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড ও অক্সিজেন সঙ্কট। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে ১০ দিনের কারফিউ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কারফিউ প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলবে।

দেশটির অন্যতম বৃহৎ এ রাজ্যে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। রাজধানী মানাউসে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।

ফিওক্রুজ-অ্যামাজোনিয়া সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউটের জেসাম ওরিলানা গণমাধ্যমকে বলেন, নগরীটিতে অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে এবং সেখানকার কিছু স্বাস্থ্যসেবা কেন্দ্র সাফোকেশন চেম্বারে পরিণত হয়েছে।

ম্যানাউসের লুইজা ক্যাস্ট্রো নামের এক বাসিন্দা জানান, হাসপাতালগুলোতে আর কোনো বেড খালি নেই এবং অক্সিজেন ট্যাঙ্কও নেই। আমরা সবাই এখন বিধাতার ওপর সবকিছু ছেড়ে দিয়েছি।

রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেন, অ্যামাজোনাসে বর্তমানে করোনাভাইরাস মহামারির একেবারে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। এটি অনেক কঠিন হলেও প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা বর্তমানে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ