spot_img

আবারও চোটে পড়ে ছিটকে গেলেন পুকোভস্কি

অবশ্যই পরুন

টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট চোটের কারণে খেলতে পারেনি। তবে সেরে উঠে খেলেন তৃতীয় ম্যাচে। অভিষেকেই উইল পুকোভস্কি করেন ফিফটি। সিরিজের শেষ ম্যাচে তাই নিশ্চিত ছিল একাদশে খেলা। কিন্তু কপালই পোড়া বলতে হয় তার। আবারও ছিটকে গেছেন ইনজুরির কারণে।

সিরিজের তৃতীয় টেস্ট খেলার সময়েই কাঁধে ব্যথা পেয়েছিলেন পুকোভস্কি। সেই চোটের মাত্রা আরও বেড়ে যাওয়ায় শেষ ম্যাচটি খেলা হবে না তার। যে কারণে শেষ ম্যাচের জন্য মূল একাদশে ডেকে নেয়া হয়েছে ২৮ বছর বয়সী বাঁহাতি ওপেনার মার্কাস হ্যারিসকে।

চোটে পড়লেও সিডনি থেকে ব্রিসবেন ঠিকই গিয়েছেন পুকোভস্কি। কিন্তু কাঁধের ব্যথার কারণে অনুশীলন করেননি তিনি। খেলার অবস্থায় নেই বলে তাকে বাধ্য হয়েই বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। তার এ ইনজুরিতে কপাল খুলেছে হ্যারিসের। অথচ চলতি সিরিজের মূল স্কোয়াডেও ছিলেন না তিনি।

চলতি মৌসুমের শুরুর দিকে শেফিল্ড শিল্ডে উদ্বোধনী জুটিতে উইল পুকোভস্কির সঙ্গে ৪৮৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েছিলেন হ্যারিস। যেখানে হ্যারিসের অবদান ছিল ২৩৯ রান। পরের ম্যাচে আবার খেলেন ৭১ ও ৪৫ রানের দুইটি ইনিংস। তবে এরপর খানিক পড়ে যায় তার ফর্ম।

এবার পুকোভস্কির কাঁধের ইনজুরির কারণে নতুন এক সুযোগ পেলেন ২৮ বছর বয়সী হ্যারিস। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে ওয়ার্নারের সঙ্গে ইনিংস সূচনা করবেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ