spot_img

লাদাখ থেকে ১০ হাজার সেনা সরিয়ে নিল চীন

অবশ্যই পরুন

 

প্রচ্ছদ

সকল

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আন্তর্জাতিকআন্তর্জাতিক

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ১৯ লাখে

   

আন্তর্জাতিকপ্রকাশিত ১২ জানুয়ারী ২০২১ ১০:৩২

সর্বশেষ আপডেট ১২ জানুয়ারী ২০২১ ১১:০১

লাদাখ থেকে ১০ হাজার সেনা সরিয়ে নিল চীন

facebook sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonemail sharing buttonsharethis sharing button

আন্তর্জাতিক ডেস্ক : গত নয় মাস ধরে পূর্ব লাদাখে সম্মুখ সমরে ভারত-চীন। বারবার কথাতেও তেমন কোনো কাজ হয়নি। এবার অবশ্য নিজে থেকেই ১০ হাজার সেনা সরিয়ে নিল চীন।

 

জানা গেছে, ডেপথ এরিয়ায় মোতায়েন থাকা ১০ হাজার সেনা সদস্যকে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে একেবারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সেনারা নিযুক্ত আছে, সেই সংখ্যায় কোনো রদবদল হয়নি। এক সেনাকর্তা জানিয়েছেন যে ওই অঞ্চলে প্রতিকুল আবহাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে চীন। লাদাখে মোটের ওপর দুই দেশের এক লাখ সেনা মোতায়েন আছে।

 

অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল ডিএস হুদার মতে এই শীতে কোনো সামরিক অপারেশন হওয়া সম্ভব নয়। সেই কারণেই সেনা কমিয়েছে চীন। গত সাত থেকে দশ দিনে এই সংখ্যক সেনা কমানো হয়েছে। ভারতীয় সেনা পুরো বিষয়টি গভীর নজর দিয়ে দেখছে কারণ ফের চীনের সেনা বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

 

এখন পর্যন্ত আট রাউন্ড বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। সিকিউরিটি রিভিডের জন্য চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সোমবার লেহ গিয়েছেন। অন্যদিকে পূর্ব লাদাখে গিয়েছেন বিমান বাহিনী প্রধান আরকেএস বাদুরিয়া। দুর্গম অঞ্চলে প্রতিকুল পরিস্থিতিতে ভারতীয় স্থল ও বিমান বাহিনী কতটা তৈরি, সেটাই দেখে নিচ্ছেন তারা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন সাউদি

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। যেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাউদির,...

এই বিভাগের অন্যান্য সংবাদ