প্রতি ঘটনায় মন্তব্য করা কঙ্গনা রানাওয়াতের জন্য অভ্যাসে পরিণত হয়েছে বললে ভুল বলা হবে না। রাজনীতি, ধর্ম কিংবা অপরাধ—সব বিষয়ে ঠোঁটকাটা মন্তব্য করেন তিনি। এবার তিনি ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কণ্ঠ জোরাল করলেন। নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তার। সেই সঙ্গে ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন কঙ্গনা। খবর হিন্দুস্তান টাইমসের।
গণমাধ্যমটি জানিয়েছে, ভোপালে ‘ধক্কড়’ সিনেমার শুটিংয়ের ফাঁকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। সৌদি আরবের উদাহরণ টেনে কঙ্গনা বলেন, নারী নির্যাতনকারীদেরকে রাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত।
তিনি বলেন, “নারীরা নিজেদের কথা বলতে দ্বিধায় ভোগেন। ফলে অনেক যৌন হেনস্থার ঘটনা আমাদের অজানা থেকে যায়। ভারতের আইনের কারণে অনেকে চুপ থাকেন। ধর্ষকরা জানে যে, তারা ঠিক আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিতাদের কেবল প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়। আইন ও পুলিশের হাতেও হেনস্থা হতে হয় তাকে।”
এদিকে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ ছবি আছে মুক্তির তালিকায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনের ওপর নির্মিত হচ্ছে ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।