spot_img

এশিয়ায় তেলের দাম বাড়িয়েছে সৌদি

অবশ্যই পরুন

এশিয়ার দেশসমূহের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) বাড়িয়েছে বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন ও রফতানিকারক দেশ সৌদি আরব। আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাড়তি দামে তেল কিনতে হবে এশিয়ার দেশগুলোকে।

এ ছাড়া মার্কিন আমদানি কারকদেরও বাড়তি দামে কিনতে হবে সৌদি আরব থেকে জ্বালানি তেল। তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা। খবর দ্য ব্লুমবার্গ।

সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশসমূহের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেল প্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেল প্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো। এটি আগের মাসের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বেশি। তবে উত্তর-পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে ১ ডলার ৯০ সেন্ট ছাড় পাবেন।খবর দ্য ব্লুমবার্গ।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ