বিচারক, পুলিশসহ আদালত সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিচারাঙ্গণের সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী।
শনিবার (৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনফারেন্সে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদার সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন তৈরি করে পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। বিচার বিভাগের অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।
কনফারেন্সে উপস্থিত ছিলেন, ঢাকার সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা, ঢাকা জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পর্যায়ের ম্যাজিস্ট্রেট, ঢাকা রেলওয়ে পুলিশ, ঢাকা জেলা পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা জেল পুলিশ, বিশেষ পুলিশ সুপার, পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মিটফোর্ড হাসপাতালের পরিচালকের প্রতিনিধি , র্যাব-১০ এর সিইও এবং বিজিবি-২৬ এর প্রতিনিধি প্রমুখ।