ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আমেরিকা থেকে প্রাণঘাতী কোনাভাইরাসের ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করার পর ফাইজার কোম্পানির ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া বাতিল করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে সর্বোচ্চ নেতা আমেরিকা ও ব্রিটেন থেকে করোনার ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেন থেকে করোনা ভ্যাকসিন আমাদানির বিরোধী তিনি।
এ সম্পর্কে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোহাম্মাদ হাসান কোজিয়ান মোকাদ্দাম বার্তা সংস্থা ইরনাকে বলেন, “আমেরিকা থেকে ফাইজার কোম্পানির দেড় লাখ ডোজ করোনা ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া বাতিল করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা প্রাচ্যের দেশগুলো থেকে ভ্যাকসিন আমদানি করতে প্রস্তুত রয়েছি।”
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র বলেন, আমেরিকায় বসবাসরত কয়েকজন ইরানি বংশোদ্ভূত চিকিৎসা বিশেষজ্ঞ করোনা ভ্যাকসিনের এই চালান সরবরাহ করতে চেয়েছিলেন।
গতকালের ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “আমি এরইমধ্যে সরকারি কর্মকর্তাদেরকে বলেছি; এখন আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, আমেরিকা ও ব্রিটিশ ভ্যাকসিন নিষিদ্ধ।” সর্বোচ্চ নেতা বলেন, তারা যদি এমন কোনো কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করতে পারত তাহলে তারা আজ নিজেদের দেশে এত মৃত্যু দেখত না। একদিনেই আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসে চার হাজার মানুষ মারা গেছে। আমি সত্যিকার অর্থেই তাদরেকে বিশ্বাস করি না। প্রায়সময়ই তারা অন্য দেশের মানুষের ওপর ভ্যাকসিন পরীক্ষা করে থাকে।