spot_img

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ডিসেম্বরে, আয়োজক বাংলাদেশ

অবশ্যই পরুন

চলতি মাসেই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে নির্ধারিত সময়ে এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে না। আসরটি তাই পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডিসেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির নারী উইঙ্গের চেয়ারম্যান নাদেল চৌধুরী বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন যে আমরা আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছি যেটা এবছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিলো করোনা মহামারির কারণে হয়নি। এই বছরের শেষের দিকে ডিসেম্বরে সেটা বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। তো আমাদের আগে থেকেই কিছু পরিকল্পনা ছিলো। আমরা আমাদের মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ে কিছু টুর্নামেন্ট আয়োজন করে আমাদের পাইপলাইনকে আরও বেশি সচল করবো। তার মধ্যে আবার তো আমাদের প্রস্তুতির একটি অংশ হিসেবে ইতোমধ্যে সারাদেশে ক্রিকেট বোর্ডের বিভাগীয় যারা কোচ রয়েছেন তাঁদের মাধ্যমে বাছাই প্রক্রিয়া শুরু করেছি।’

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যেই সারাদেশের বিভাগীয় কোচদের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার বাছাই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং। আর তাদের সহযোগিতায় থাকছে গেম ডেভেলপমেন্ট বিভাগ।

এ ব্যাপারে নাদেল বলেছেন, ‘এখন আমরা আমাদের গেম ডেভলপমেন্টের বিভাগ এবং ওমেন্স উইংয়ের যৌথ সহযোগিতায় বিভিন্ন বিভাগে ও জেলাভিত্তিক অনুর্ধ্ব-১৯ দলগুলো প্রস্তুত করতে চাই। এবং সেই জায়গা থেকে বাছাই করে আমাদের জাতীয় দলও গড়বো। এই প্রক্রিয়ার মধ্যে দুটো কাজ হচ্ছে।

প্রতিটি জেলায় মেয়েদের একটা দল হয়ে যাচ্ছে। বিভাগীও হবে। এবং জাতীয় ভাবেও আমরা আরেকটি দল তৈরি করবো। যেটাতে ভবিষ্যতে তাদেরকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী দেখা যাবে এই দলটাই জাতীয় পর্যায়ে একটা সময় আমাদের প্রতিনিধিত্ব করবে।’

এরআগে ২০১৯ সালের অক্টোবরে দুবাইতে আইসিসির সভায় অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ঘোষণা আসে। শশাঙ্ক মনোহরের নেতৃত্বে আইসিসি এই সিদ্ধান্ত নেয়। যেখানে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসরের ব্যাপারে বোর্ড অনুমোদন দিল এবং প্রতি দুই বছর পরপর এটি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ