spot_img

যুক্তরাজ্যফেরত ২৮ যাত্রী কোয়ারেন্টিনে

অবশ্যই পরুন

করোনা ভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে ফেরত আরও ২৮ যাত্রীকে সিলেটে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিজি-২০২ বিমানের ফ্লাইট সকাল ৯টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ফ্লাইটে ৩৪ জন যাত্রী আসেন। তাদের মধ্যে ২৮ জন সিলেটে নামেন। আরও ছয় যাত্রী ওই বিমানে ঢাকায় গিয়ে নামবেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিমানের ফ্লাইটে ২৮ জন যাত্রী সিলেটে নেমেছেন। তাদের বিআরটিসি বাসে করে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গত সোমবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যফেরত এক শিশুসহ ৪২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

খোলা জায়গায় পোশাক বদলাতে হয়েছিল আলিয়াকে, জানালেন পরিচালক

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজের পরিচালিত ‘হাইওয়ে’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সেমময় শুটিংয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ