spot_img

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

অবশ্যই পরুন

কমলগঞ্জে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত চা জনগোষ্ঠীর ক্ষুদ্র ২৫ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।

বুধবার বিকেলে  কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক উদ্যোগের আয়োজনে ক্ষতিগ্রস্তদের আর্র্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক ব্যবসায়ীর মাঝে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।

এরপর শমশেরনগর ইউনয়িনের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও একটি সড়কের উদ্বোধন করেন  ড. এ ম এ শহীদ।  

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, বিআরডিরি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ, কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রভাষক শাহজাহান মানিক।

সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও শমশেরনগর কণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক, এডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ