উপসাগরীয় দেশগুলোর নেতারা মঙ্গলবার সৌদি আরবে জিসিসি সামিটের বৈঠকে বসছেন। সৌদি আরব ও কাতারের মধ্যে দীর্ঘদিন ধরে সংকটের পর এবারের সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছে, এরই মধ্যে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা সৌদি আরবের আল উলা শহরে পৌঁছেছেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।
এদিকে সাড়ে তিন বছর অবরোধের পর গত সোমবার সৌদি আরব ঘোষণা দিয়েছে, কাতারের সঙ্গে আকাশপথ, স্থলপথ ও জলপথ চালু হবে। এর আগে সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে।
সন্ত্রাসবাদ সমর্থন ও অর্থায়নের অভিযোগে দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে উপসাগরীয় দেশগুলো। তবে বরাবরই সেই অভিযোগ নাকচ করে আসছে কাতার। আজকের বৈঠকে কাতারের আমির উপস্থিত থাকার কথা।