spot_img

জিম্বাবুয়েতে আবারো দেশব্যাপী লকডাউন জারি

অবশ্যই পরুন

জিম্বাবুয়ে সরকার দেশব্যাপী আবারো লকডাউন জারি করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়ে শনিবার এ লকডাউন জারি করা হয়।

লকডাউনকালে আগামী ৩০ দিন কেবলমাত্র হাসপাতাল, ঔষধের দোকান এবং সুপামার্কেটসমূহ খোলা থাকবে। লকডাউনের কারণে দরিদ্র পরিবারগুলো এবং অনানুষ্ঠানিক চাকুরিজীবীরা আরো ঝুঁকির মধ্যে পড়বে। কারণ দেশটির অর্থনীতি ইতোমধ্যে সংকটে রয়েছে এবং তা কাটিয়ে উঠার চেষ্টা চলছিল।

জিম্বাবুয়ে সরকার মার্চ মাসে প্রথম লকডাউন জারি করে। কিন্তু ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির আশংকায় পদক্ষেপ শিথিল করা হয়।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্য মন্ত্রী কন্সতান্তিনো চিউনগা সাংবাদিকদের বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে পড়ায় লকডাউন জারি করতে হয়েছে।

জিম্বাবুয়েতে গত দু’মাসে করোনা সংক্রমণ ৮ হাজার ৩৭৪ থেকে বেড়ে ১৪ হাজার ৮৪ হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৩৬৯ জন মারা গেছে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ