spot_img

করোনা বিধি ভেঙে অস্ট্রেলিয়ায় ৫ ভারতীয় ক্রিকেটার আইসোলেশনে

অবশ্যই পরুন

সিডনি টেস্টের আগে জোর ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। জৈব সুরক্ষা বলয়ে থাকলেও করোনা বিধি ভঙ্গ করায় রোহিত শর্মাসহ ৫ ক্রিকেটাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

রোহিত ছাড়া অন্য ক্রিকেটাররা হলেন- রিশভ পন্ত, শুভমন গিল, পৃথ্বী শ ও নবদিপ সাইনি।

শুক্রবার মেলবোর্নে রোহিতদের এক রেস্তোরাঁয় খেতে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তাদের ভারত ও অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে আলাদা করে রাখা হয়েছে। তবে ট্রেনিংয়ে বাধা নিষেধ নেই তাদের।

শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, ‘ভারত ও অস্ট্রেলিয়ার সকল সদস্যের সুরক্ষার কথা ভেবে করোনার জন্য কড়া প্রটোকলে রাখা হয়েছে তাদের। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত করছে পুরো ঘটনার। জৈব সুরক্ষা বলয় তারা ভেঙেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

মেলবোর্নের এক রেস্তোরাঁয় এই ৫ ক্রিকেটারের বসে থাকার ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন নভলদীপ সিংহ নামে একজন। তিনি বলেছিলেন, পন্তদের খাওয়ার বিল তিনিই মিটিয়েছিলেন। পরে জড়িয়ে ধরেছিলেন পন্তকে।

শনিবার অবশ্য তিনি জড়িয়ে ধরার কথা অস্বীকার করেছেন। বলেছেন, ক্রিকেটাররা দূরত্ব বিধি মেনে চলেছিলেন।

ভারত ও অস্ট্রেলিয়ার ৪ টেস্টের সিরিজ খেলা হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। যা আরও কড়া হবে সোমবার দুই দল সিডনিতে পা রাখার সঙ্গে সঙ্গে। সেই টেস্টের প্রস্তুতিতে রোহিতদের আইসোলেশনে থাকা দুশ্চিন্তায় ফেলল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। বৃহস্পতিবার শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ