spot_img

সংসদ অধিবেশনসহ সরকারি অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ পাঠের দাবি

অবশ্যই পরুন

জাতীয় সংসদের অধিবেশনসহ সব সরকারি অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ পাঠের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (১ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এ দাবি জানানো হয়।

বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, পংকজ ভট্টাচার্য, কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংবাদিক বাসুদেব ধর, অ্যাডভোকেট তাপস কুমার পাল, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।

সভায় চলতি বছরের ডিসেম্বর মাসের শেষদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একাদশ জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, সভায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনসহ সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি উত্থাপনের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

স্বামীর সম্পত্তিতে বিধবার স্ত্রীর উত্তরাধিকার নিশ্চিত করে আইন প্রণয়ন, বিবাহ নিবন্ধন আইন সংশোধনক্রমে তা বাধ্যতামূলক করা এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইনে ইতোপূর্বে প্রস্তুতকৃত বিল প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের মাধ্যমে পার্লামেন্টে উত্থাপনের জন্যে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ