প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন ধরন ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দেশে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৯২ জন। যা দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। অন্যদিকে বৃহস্পতিবার একইদিনে সেখানে মারা গেছে ৯৬৪ জন। খবর আনাদোলু এজেন্সির।
যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৫১২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৫২ জন। গত এক সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪.৩ শতাংশ। গত কয়েকদিনে প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে।
যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাসের দুটি রূপ দেখা গেছে। যেগুলো প্রকৃত করোনা ভাইরাসের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যবাসীকে নতুন বছর ঘরে বসেই পালন করতে বলা হয়েছে। বিধি-নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।