spot_img

যেভাবে এল হ্যাপি নিউ ইয়ার

অবশ্যই পরুন

নতুন বছর উদযাপনে হই হুল্লোড়ে মেতেছে ৩৬০ ডিগ্রীর পৃথিবী। হ্যাপি নিউ ইয়ার এক করেছে সারা পৃথিবীবাসীকে আনন্দের ছায়া তলে। কিন্তু কেমন করে এল হ্যাপি নিউ ইয়ার?

পৃথিবীজুড়ে যত উৎসব হয়, তার মধ্যে সবচেয়ে বড় উৎসব হ্যাপি নিউ ইয়ার। যার শুরু হয়েছিল ৪ হাজার বছর আগে।  

আধুনিক ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝে গড়া উঠা মেসোপটেমিয়া সভ্যতায় প্রথম উদযাপিত হয় নববর্ষ। বসন্তের চাঁদ দেখে পালিত হতো সেই নববর্ষ।

উৎসবমুখর আর জাঁকজমক করে নববর্ষ পালন করে রোমানরা। সেই উৎসবটি ছিল পহেলা মার্চ, কোথাও কোথাও ২৬শে মার্চ। রোমান সম্রাট জুলিয়াস সিজারই প্রথম পহেলা জানুয়ারিকে নববর্ষ পালনের ঘোষণা দেন।

তবে জুলিয়াস সিজারের ক্যালেন্ডার অনুযায়ী একযোগে সবাই নববর্ষ পালন করতো না। নানা জায়গায় নানাভাবে উদযাপিত হচ্ছিল নববর্ষ।

১৫৮২ সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করেন। যুক্ত করেন লিপ ইয়ার।

বর্তমানে পৃথিবীজুড়ে উদযাপিত নববর্ষ সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ফসল।

সর্বশেষ সংবাদ

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন: ড. ইউনূস

বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই, যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক— এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ