করোনার কারণে চার ম্যাচ বাকি থাকতেই স্থগিত হয়ে যায় বাংলাদেশের কাতার বিশ্বকাপ ২০২২-এর বাছাইপর্বের মিশন। চলতি বছরের শেষদিকে কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও শুরু হয় বাংলাদেশের বাছাইপর্ব। টুর্নামেন্টে জামাল ভূঁইয়াদের বাকি থাকা তিন ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মার্চ ও জুনে। ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় দলের বাকি মিশন।
এরপর আরও দুটি ম্যাচ রয়েছে লাল সবুজ জার্সিধারীদের। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৭ জুন এবং ওমানের বিপক্ষে ১৫ জুন। তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ঘরের মাঠে।
আফগানদের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ফেব্রুয়ারিতে। প্রধান কোচ জেমি ডে এখন ছুটি কাটাচ্ছেন। এ মাসেই তার ঢাকায় এসে লিগের ম্যাচ দেখে খেলোয়াড় বাছাই করার কথা রয়েছে।
প্রসঙ্গত, জাতীয় ফুটবল দলের পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু হবে ১২ মার্চ। সেই ক্যাম্প থেকেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজেদের প্রস্তুত করবেন জামাল ভূঁইয়ারা।