spot_img

বাবার পথে না হেটে ভিন্ন জগতে শাহরুখ পুত্রের মন

অবশ্যই পরুন

শাহরুখ খানের মতই আজকাল বেশ চর্চায় থাকেন তার ছেলে মেয়েরা। তবে সুহানা ও আব্রামের থেকে তুলনামূলক ভাবে আরিয়ান অবশ্য বেশকিছুটা অন্তরালেই থাকেন। শাহরুখ কন্যা সুহানা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। তবে আরিয়ানকে সেভাবে সোশ্যালে দেখা যায় না।

সম্প্রতি, গিটার বাজিয়ে আমেরিকান গায়ক চার্লি পুথের নজর কাড়লেন আরিয়ান খান। আরিয়ানের বাজানো গিটারের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে গিটার বাজিয়ে মার্কিন গায়ক চার্লি পুথের নজর কেড়েছেন আরিয়ান। ভিডিওতে সাদা টি-শার্টের উপর বটল গ্রিন ওপেন শার্টে দেখা যাচ্ছে আরিয়ানকে।

এর আগে ছেলে আরিয়ানের সম্পর্কে বলতে গিয়ে কিং খান বলেছিলেন, আরিয়ান অভিনেতা হতে চায় না। শাহরুখের কথায়, ও লম্বা, দেখতে সুন্দর তবে কোথাও গিয়ে ও নিজেকে বুঝতে পারে। ও অভিনয় করতে চায় না। তবে ও খুব ভালো লেখে।

এদিকে, শাহরুখ খান বহুদিন পর পর্দায় ফিরতে চলেছেন। এই মুহূর্তে সিদ্ধার্থ আনন্দ-এর ‘পাঠান’ ছবির শুটিং করছেন কিং খান।

সর্বশেষ সংবাদ

মেসির অভিষেক গোলে পিএসজির দুর্দান্ত জয়

লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে খেলা হয়ে গিয়েছিল কয়েকটি ম্যাচ। কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না লিওনেল মেসি। ভক্তদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ