spot_img

পুতিনের সঙ্গে ইরানের নিরাপত্তা প্রধানের বৈঠক

অবশ্যই পরুন

ইরানের জাতীয় নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ পরিষদের প্রধান আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট পুতিন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানিকে স্বাগত জানিয়েছেন।’

ইরানের মস্কো দূতাবাস সামাজিক মাধ্যমে জানায়, পুতিন ও লারিজানির মধ্যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানায়, এই সফরের কথা আগে জানানো হয়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মস্কো ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘বিশাল আর্মাডা’ ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু

সর্বশেষ সংবাদ

ভোটের জন্য কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে: তারেক রহমান

ভোটের জন্য কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ