আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো দলের পক্ষে লেজুড়বৃত্তি না করে সেই নির্দেশনা দেয়া হয়েছে— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে ভাল নির্বাচন হবে এবার। ভোটের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে, পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে রেহাই দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অপ্রীতিকর ঘটনা রোধে সব পক্ষকে ধৈর্য ধরার আহবান জানান তিনি।

