spot_img

সমান অধিকার নিশ্চিতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান আলী রীয়াজের

অবশ্যই পরুন

ধর্মীয় বিবেচনায় নয়, নাগরিক হিসেবে সমান অধিকার নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় জাদুঘরে আসন্ন গণভোটের প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আলী রীয়াজ বলেন, শুধুমাত্র ধর্মীয় বিবেচনায় নয়, প্রত্যক ধর্ম ও ধর্মের মানুষকে আলাদাভাবে সুরক্ষা দিতে হবে সংবিধানের মাধ্যমে। জুলাই সনদ তৈরি করা হয়েছে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য। বিদ্যমান সংবিধান থাকলে যে কেউ আবারো ফ্যাসিস্ট হতে পারে। তাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে অর্থাৎ ‘হ্যা’ ভোটকে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান কারও দানের নয়, সবাইকে অর্জন করতে হয়েছিল।

এই অর্জন রক্ষা করতে না পারলে বাংলাদেশ অপরিসীম ক্ষতির সম্মুখীন হবে বলেও জানান আলী রীয়াজ।

সর্বশেষ সংবাদ

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ