spot_img

রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ

অবশ্যই পরুন

ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে। অস্ট্রেলিয়া ডে উপলক্ষে আয়োজিত এই নিলামটি পরিচালনা করে লয়েডস অকশনস।

নিলামে সর্বোচ্চ দরদাতা পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আয়োজকরা জানিয়েছেন, ওই অস্ট্রেলিয়ান সংগ্রাহক ক্যাপটি একটি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ান জাদুঘরে জনসাধারণের প্রদর্শনের ব্যবস্থা করবেন।

এই ঐতিহাসিক ক্যাপটি ব্র্যাডম্যান নিজে ভারতীয় টেস্ট ক্রিকেটার এস. ডব্লিউ. সোহোনিকে উপহার দিয়েছিলেন। সোহোনির পরিবার তিন প্রজন্ম ধরে প্রায় ৭৫ বছর ধরে ক্যাপটি যত্নসহকারে সংরক্ষণ করে রেখেছিল। এর আগে কখনো এটি প্রকাশ্যে প্রদর্শিত হয়নি বা নিলামে তোলা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন সংরক্ষিত থাকার পরও ক্যাপটির চমৎকার অবস্থা নিলামে এর রেকর্ডমূল্যের অন্যতম কারণ। ব্র্যাডম্যানের সময়কার ব্যাগি গ্রিন ক্যাপ অত্যন্ত বিরল হওয়ায় এ ধরনের স্মারক সাধারণত জাদুঘর বা ব্যক্তিগত সংগ্রহেই সীমাবদ্ধ থাকে।

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়। ১৯৪৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় তাঁর ব্যাটিং গড় ছিল অবিশ্বাস্য ৯৯ দশমিক ৯৪, যা আজও অক্ষত রয়েছে। যদিও লন্ডনের দ্য ওভালে নিজের শেষ টেস্ট ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন, তবু তাঁর কিংবদন্তি মর্যাদায় তার কোনো প্রভাব পড়েনি।

সর্বশেষ সংবাদ

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ