মেক্সিকোর সালমানকা শহরে একটি ফুটবল ম্যাচের পর সশস্ত্র হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যের ঐ শহরের একটি পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি মেয়র সেসার প্রিয়েতো এ খবর নিশ্চিত করেন, তবে ঘটনার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মেয়র জানান, আহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশু রয়েছে।
মেয়রের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে একটি অভিযান শুরু করেছেন।
গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। তবে সরকারি ভাবে হত্যাকাণ্ডের পরিসংখ্যান অনুসারে, গ্যাং টার্ফ যুদ্ধের কারণে এটি দেশের সবচেয়ে মারাত্মক রাজ্য বলে গণ্য হয়ে আসছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক হলো মেক্সিকো। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে অন্য দুটি স্টেডিয়ামে টুর্নামেন্টের চারটি খেলা এবং দুটি করে আন্তঃকনফেডারেশন প্লেঅফ অনুষ্ঠিত হবে।

