লেবাননে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। হিজবুল্লাহর একাধিক ঘাঁটি টার্গেট করে হামলার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর, দ্য জেরুজালেম পোস্টের।
রোববার (২৫ জানুয়ারি) হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহ হামলা চালাতে পারে বলে শঙ্কা ছিল। ঝুঁকি বিবেচনায় আত্মরক্ষায় চালানো হয়েছে অভিযান।
এ হামলায় প্রাণ হারিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির হেড অব আর্টিলারি মুহাম্মদ আল হুসেনিসহ ২ জন। বীর আল সানসাল ও বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায় হয়েছে এ অভিযান।
আইডিএফ-এর দাবি, সন্ত্রাসীদের একাধিক আস্তানা গুড়িয়ে দিয়েছে তারা। হিজবুল্লাহর অস্ত্রাগার, অস্ত্র উৎপাদনকারখানাসহ আরও কয়েকটি অবকাঠামোয় বোমাবর্ষণ করেছে সেনারা।

