spot_img

জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

অবশ্যই পরুন

জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি। আমরা রাজনীতি করি, দেশের মানুষের জন্য; যা বলবো চেষ্টা করবো বাস্তবায়ন করার। জনগণই হলো বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।

দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আমি দেশে এসে বলেছিলাম, দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেগুলো হলো, দেশের যে নারী সমাজ রয়েছে, যারা খেটে-খাওয়া মানুষ তাদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই। এ কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন গৃহিণী অল্প হলেও কিছু সহযোগিতা পাবেন। কেউ কেউ বলছেন, এই অল্প সহযোগিতা দিয়ে কী সংসার চলবে? আমরাও জানি চলবে না। এক মাসের চার সপ্তাহ, অন্তত এক সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি সেটিও অনেক মানুষের জন্য অনেক বড় সুবিধা। গৃহিণীদের যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হবে তেমনি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, আপনারা বলেছেন ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার। আমরাও তা মনে করি। নারী ও শিশুরা যাতে চিকিৎসা সুবিধা পায়, এ জন্য গ্রামে গ্রামে হেলথ কেয়ার দিতে চাই। যাদের কাজ হবে ঘরে ঘরে মা-বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। মা-বোনদের আর কষ্ট করে হাসপাতালে যেতে হবে না।

তারেক রহমান বলেন, বন্যা নিয়ন্ত্রণে আমরা সারাদেশে খাল খনন শুরু করতে চাই। খাল খনন করলে এলাকার মানুষের উপকার হবে।

তিনি বলেন, চট্টগ্রাম ইপিজেডের মতো ফেনী অঞ্চলও ইপিজেড করতে চাই; যেন ফেনী এলাকার মানুষ চাকরি পান। অনেকে বিদেশে যায়, তাদের যদি ট্রেনিং ও ভাষা শিক্ষার ব্যবস্থা করা যায়, তবে ভালো বেতনে চাকরির ব্যবস্থা করা যাবে। আমরা বেকার যুবকদের ট্রেনিং ও ভাষা শিক্ষা দিয়ে বিদেশে পাঠাতে চাই। তাতে তাদেরও লাভ, দেশেরও লাভ।

সর্বশেষ সংবাদ

আইসিসির মুখোশ উন্মোচন করলো উইজডেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অথচ গত গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ