আসছে ফেব্রুয়ারিতে পড়ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে বড় সুখবর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রমজানে নিত্য পণ্যের দাম গেলবারের চেয়ে কম থাকবে বলে আশ্বাস দেন তিনি।
সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে ব্রিফিং উপদেষ্টা বলেন, দাম নিয়ন্ত্রণে রাখতে রমজানে বেশি ব্যবহৃত পণ্যের আমদানি ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। তাই পণ্যের ঘাটতি হবে না।
তিনি বলেন, পণ্যের দামও বাড়বে না। নতুন সরকার আসলেও এই সিদ্ধান্তের ব্যত্যয় হবে না। বৈঠকে ব্যবসায়ীরাও পণ্য সরবরাহ ঠিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পায়রাবন্দরসহ আওয়ামী লীগ সরকার অনেক প্রকল্প নির্মাণ করেছে, যেগুলো কিছু অযাচিত। এগুলোর কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। যেটার ব্যয়ভার বহন করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এসব প্রকল্প না হলেও দেশের কোনো ক্ষতি হতো না।

