spot_img

দীর্ঘ সংগ্রামের পর ভোটাধিকার ফিরে এসেছে, স্বাধীনভাবে ভোট দেবে সবাই: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে নিজের শক্তি ও অধিকার বজায় রাখতে ‘ধানের শীষ’-এর পাশে দাঁড়াতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। ‘ধানের শীষ’ সকলকে সুরক্ষা দেবে, সবার পাশে দাঁড়াবে ও নিরাপত্তা দেবে।

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাও কান্দরপাড়া ও বোর্ড কচুবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অতীতের বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দেশের ব্যাপক উন্নয়ন করেছে। আগামীতে ক্ষমতায় আসলে উন্নয়নের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সমাপ্ত করা হবে। আগামীতে বিএনপি এমন কাজ করবে যে কাজে মানুষের আয় বাড়বে। শিক্ষা, স্বাস্থ্যসহ বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে ১১৭টি মামলায় ১১ বার কারাগারে গিয়ে সাড়ে তিন বছর জেল খাটতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর এখন ভোট দেয়ার সুযোগ এসেছে। অন্ধকার কেটে গিয়ে সুদিন এসেছে। এবার আমাদের ভোট আমরা দেব যাকে খুশি তাকে দেব। তাই আমার এই শেষ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে এই এলাকায় আবারো কাজ করার সুযোগ পাবো।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ভোট দেয়ার সুযোগ এসেছে, এই ভোটে আমরা স্বাধীনভাবে ভোট দেব। দীর্ঘদিন ধরে ধানের শীষ মার্কা নিয়েই আপনাদের কাছে এসেছি। কখনও ধানের শীষকে ছেড়ে যাইনি। বিএনপি সব সময় হিন্দু ভাইদের পাশে ছিল, এখনও রয়েছে। তাই কোন দ্বিধা ও ভয় না রেখেই মন খুলে ভোট দিবেন। বিএনপি সব সময় আপনাদের পাশে রয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নতুন একটি মার্কা এসেছে, দাঁড়িপাল্লা; সেই মার্কাকে কেউই চেনে না। কিন্তু বিএনপি অতীতে পাঁচবার ক্ষমতায় ছিল দেশের জন্য কাজ করেছে, বিএনপি একটি পরীক্ষিত দল বিএনপিকে আপনারা সকলেই চিনেন। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকায় উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এদিন বিকেলে শুকানপুখুরী ইউনিয়নের বেশ কয়েকটি পথসভায় অংশ নেবেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ সংবাদ

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ